ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচনে ৮ অনিয়মের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:৫৬, ১৬ অক্টোবর ২০২৫
রাকসু নির্বাচনে ৮ অনিয়মের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আটটি অনিয়মের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়। অভিযোগগুলো পড়ে শোনান শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা।

আরো পড়ুন:

তিনি বলেন, “ভোট গ্রহণের সময় ভোটারদের হাতে দেওয়া অমোচনীয় কালি মুছে যাচ্ছে, নির্বাচন কমিশন অনুমতি দিলেও সিরাজী ভবন, রবীন্দ্র ভবন ও জগদীশ চন্দ্র বসু ভবনের ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “ছাত্রদল ও আধিপাত্যবিরোধো প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রচারণা চালাচ্ছে। খালেদা জিয়া ও হবিবুর রহমান হলের পাশে ছাত্রদল বুথ নির্মাণ করেছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে না।”

ফাহিম অভিযোগ করেন, “ক্যাম্পাসে এখন বহিরাগত প্রবেশ করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি শিথিল করেছে। নীতিমালা লঙ্ঘন করে গত রাতে ক্যাম্পাসে দেয়াল লিখন করা হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।” 

ফাহিমের অভিযোগ, “ছাত্রশিবির মনোনীত প্যানেল ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। জামায়াত নাকি অস্ত্রের রাজনীতি করছে এমনটি বলা হচ্ছে। ছাত্রদলের একজন সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে বসে থেকে এসব গুজব ছড়াচ্ছেন। ছাত্রদলের সভাপতি নিজেও ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কমিশন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছি।” 

প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এই নির্বাচন নিরপেক্ষ হয়েছে কি না সেটি ফলাফলের পর বলা যাবে। আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করব সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করার জন্য।”

ঢাকা/কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়