রাবিতে ভর্তি পরীক্ষা: ৬ দিনে লক্ষাধিক আবেদন
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। এ পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজারটি।
বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি জানান, ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৩৯ হাজার, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৯ হাজার ৬৫০ এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৫২ হাজার ৩৫০টি।
এবার ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে।
এ বছর সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে নেওয়া হবে।
আবেদন ফি ‘এ’ (মানবিক) ইউনিটে ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে ১ হাজার ১০০ টাকা এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ হাজার ৩২০ টাকা। সব ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।
ঢাকা/ফাহিম/রফিক