ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবির নির্মাণাধীন দুই হলের নাম পরিবর্তন

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৮ জানুয়ারি ২০২৬  
রাবির নির্মাণাধীন দুই হলের নাম পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে, শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে গতকাল আয়োজিত সিন্ডিকেট। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে 'অপরাজিতা' এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে 'বিজয়-৭১'।”

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন হয়। পরে নির্মাণাধীন এ হল দুটিরও নাম পরিবর্তনের দাবি তোলা হয় বিভিন্ন সময়ে।

ঢাকা/ফাহিম/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়