ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘আশা করছি আগের রাতে ভোট হবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আশা করছি আগের রাতে ভোট হবে না’

‘আশা করছি এবার আর আগের রাতে ভোট হবে না। আগের রাতে ভোট না হলে লাঙ্গল জয়ী হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সোমবার দুপুরে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

আগের রাতে ভোট হয় অভিযোগ করে মিলন বলেন, ‘গেলো সিটি করপোরেশন নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে। তাই জনমত যাচাইয়ের কোনো সুযোগই ছিল না। সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না।’

প্রচার-প্রচারে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে মাঠে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘জয়ের জন্যই মাঠে নেমেছি। নির্বাচন সুষ্ঠু হলে আমিই জিতব। কারণ, আমি ঢাকার বাসিন্দা, আমার একটা পরিচিতি আছে। আওয়ামী লীগ ও বিএনপির ভোটের বাইরে ৬০ শতাংশ ভোট আছে, এই ভোটই আমার শক্তি।

‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। আশা করছি ভোট নিরপেক্ষ হবে। ভোটাররা যদি ভোট দিতে পারেন, তাহলে আমি জয়ী হব ইনশাআল্লাহ।”

মহাজোটের শরিক হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকবেন কি না জানতে চাইলে জাপা প্রার্থী বলেন, ‘‘আমরা ভোটযুদ্ধে আছি, শেষ পর্যন্ত মাঠে থাকব।

‘মহাজোটের শরিক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। আমরা দক্ষিণের মেয়র ও দুই সিটিতে কিছু কাউন্সিলর চেয়েছিলাম। কিন্তু তারা কিছুই দেয়নি। দলের সিদ্ধান্তেই আমি নির্বাচন করছি।’’

নির্বাচনী প্রচারে বাধার সম্মুখীন হচ্ছেন কি না জানতে চাইলে জাপার মেয়র প্রার্থী বলেন, ‘কারো বিরুদ্ধে আমার সুনির্দিষ্ট জোরালো কোনো অভিযোগ নেই। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কোথাও পোস্টার লাগাতে দেয়া হয়নি। প্রচারেও নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে।’

নিজেকে শতভাগ সৎ প্রার্থী উল্লেখ করে মিলন বলেন, ‘আমার কোনো অবৈধ টাকা নেই। সে কারণে প্রচারে কিছুটা হয়তো পিছিয়ে আছি। তারপরও নেতাকর্মীরা নিজেদের টাকা খরচ করে আমার নির্বাচন করছে।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএম-এ আমি কোনদিন ভোট দেইনি। অভিজ্ঞতা নেই। ইভিএম-এ আমার কোনো আপত্তিও নেই। তবে যে পদ্ধতিতেই হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ, আলমগীর হোসেন, সুলতান মাহমুদ, ফখরুল আহসান শাহজাদা, শারমিন পারভীন লিজা, একেএম আশরাফুজ্জামান খান, মিজানুর রহমান মিরু, জাহাঙ্গীর আলম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্বিত ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়