ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাই’র ভিডিও নিয়ে আসছেন আনুশেহ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ১১ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
রাই’র ভিডিও নিয়ে  আসছেন আনুশেহ

বিনোদন প্রতিবেদক

ঢাকা, ১১ মেঃ তোমার ঘরে বসত করে, কৃষ্ণ পক্ষ কালো পক্ষ, নামাজ আমার হইল না, ঘাটে লাগাইয়া তরী’সহ  জনপ্রিয় গানগুলো দিয়ে দেশের ভিন্নধারার গানপ্রেমী শ্রোতাদের কাছে সমাদৃত গানের দল বাংলা ব্যান্ড। আর এইসব গানের ভোকাল হিসেবে ব্যান্ডটির অন্যতম সদস্য আনুশেহ আনাদিল জনপ্রিয় এক শিল্পীর নাম। 

বাংলা ব্যান্ডের কিংকর্তব্যবিমূঢ় এবং প্রত্যুতপন্নমতি অ্যালবাম দুটির পর গত বছর প্রকাশিত হয় আনুশেহর প্রথম একক অ্যালবাম  ‘রাই’। ১১টি গানের মধ্যে ৯টি গানের কথা লিখেছেন আনুশেহ নিজেই। বাকি ২টি গান লিখেছিলেন অকাল প্রয়াত নির্মাতা তারেক মাসুদ।

এবার অ্যালবামে ভিন্ন মাত্রা যোগ করে শ্রোতা ও  দর্শকের সামনে হাজির হচ্ছেন আনুশেহ। নির্মান হচ্ছে ‘রাই’ অ্যালবামের সবকয়টি গানের মিজিক ভিডিও। 

এই প্রসঙ্গে আনুশেহ বলেন, ‘শ্রোতাদের অনুরোধের কারণেই গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিনের মধ্যেই গানের দৃশ্যধারণ শুরু করব।  কুষ্টিয়া, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হবে।’

আপাতত বেশ ক’জন পরিচালকের সঙ্গে এ নিয়ে কথা চলছে। বিষয়টি চুড়ান্ত হলে নতুন করে সবাইকে ঘোষনা করে  জানিয়ে দিবেন বলে নিশ্চিত করলেন আনুশেহ।

 

 

রাইজিংবিডি/১১ মে

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়