আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গাজীপুর ব্রাক সিডিএমএ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান।
প্রধান অতিথি মোঃ মফিজুর রহমান খান চৌধুরী বক্তব্যে বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরণের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, মো. আবদুল আউয়াল চৌধুরী এবং উপ-পরিচালক মেহেদী হাসান।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী, ব্যাংকের ইভিপি ও ক্যামেলকো মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলার ৪৭টি তফসিলি ব্যাংকের ১২৮ জন শাখা ব্যবস্থাপক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ঢাকা/ইভা