ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন শুরু

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২০ জুলাই ২০২৫  
খুলনায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন শুরু

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক মামলার জরিমানার অর্থ (ফাইন) আদায়ে এবার যুক্ত হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

গত ১৪ জুলাই খুলনা ক্লাবে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে কেএমপি’র পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। পরে ট্রাফিক মামলার ফাইন কালেকশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান, ডিসি ট্রাফিক সুদর্শন কুমার রায়; ডিসি হেড কোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম; ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম; ডিসি সিটি এসবি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; এসএভিপি ও খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান।

এই উদ্যোগের মাধ্যমে খুলনা মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা এখন আরো সহজে ও সুশৃঙ্খলভাবে পরিশোধ করা যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের বক্তারা।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়