ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৪২, ২০ নভেম্বর ২০২৫
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানান।

আরো পড়ুন:

নিয়ম অনুযায়ী, অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। কিন্তু আরো এক মাস বাড়িয়ে রিটার্ন জমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার কথা চলছে।

ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে এনবিআরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “আয়কর আইন, ২০২৩ অনুসারে ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। বিভিন্ন পেশাজীবী ও করদাতার সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় নিয়ে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে।” 

তিনি বলেন, “চলতি কর বছরে এরই মধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।”

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়