এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
এবি ব্যাংক ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এ মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) ২০২৪-২০২৫ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর কাছ থেকে এবি ব্যাংকের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এসময় আরো উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পরিচালক জাকিয়া সুলতানা, এবি ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান তৌফিক হাসান ও হেড অব কার্ড (ভারপ্রাপ্ত) ইশায়েত ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা/ইভা