ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:০১, ২৭ নভেম্বর ২০২৫
প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নটরডেমিয়ান ক্লাব বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রেসিডেন্ট কাপ ইনডোর টুর্নামেন্ট ২০২৫–এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঢাকার বনানীর ১০ নম্বর রোডের ফাদার পিসাতো অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সায়েম ও ক্যাপ্টেন খালেদ।

প্রধান অতিথি ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রেফায়েত উল্লাহ বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন।

বিজয়ীরা হলেন-

টেবিল টেনিস (একক)

চ্যাম্পিয়ন- মো. বদরুল
রানার্সআপ- মো. সজিব

টেবিল টেনিস (দ্বৈত)

চ্যাম্পিয়ন- সজীব ও সুজন
রানার্সআপ- দিপু ও রাজিব

দাবা

চ্যাম্পিয়ন- আসাদ
রানার্সআপ- দোলন

ক্যারম (একক)

চ্যাম্পিয়ন- জুয়েল
রানার্সআপ- মাহফুজ

ক্যারম (দ্বৈত)

চ্যাম্পিয়ন- মাহফুজ ও জুয়েল
রানার্সআপ- চন্দন ও নাদের

পুল

চ্যাম্পিয়ন- তানিম
রানার্সআপ- ক্যাপ্টেন খালেদ

স্নুকার

চ্যাম্পিয়ন- দিপু
রানার্সআপ- শান্ত

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়