ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৭৮তম শাখার যাত্রা শুরু

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২ ডিসেম্বর ২০২০  
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৭৮তম শাখার যাত্রা শুরু

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে মানিকগঞ্জে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। 

বুধবার (২ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ৭৮তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র জেলা জজ মো. আশরাফ হোসেন ও ড. মাহমুদ হাসান চৌধুরী। 

অনুষ্ঠানে ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক ব্যাকিং সেক্টরে একটি ব্যবসাবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে। 

ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রেখেছে। গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংকের নতুন সংযোজন ‘এনআরবিসি প্লানেট’।  যার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএর ফি আদায়, রেমিট‌্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা দেওয়া যাবে বলেও জানান তিনি।

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়