ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলি বন্দরে কাঁচামরিচে রাজস্ব আদায় সোয়া ৫ কোটি টাকা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:১৬, ৫ ডিসেম্বর ২০২০
হিলি বন্দরে কাঁচামরিচে রাজস্ব আদায় সোয়া ৫ কোটি টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে নভেম্বর মাসে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে ২ হাজার ৮৫০ মেট্রিকটন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১১৯ টাকা।

শনিবার ( ৫ নভেম্বর ) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার (ডিসি) সাইদুল আলম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে জানান, দেশি বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানিকারকরা প্রতিদিন ভারত থেকে এ বন্দরে কাঁচামরিচ আমদানি করে আসছেন। বতর্মান দেশি কাঁচামরিচ বাজারে ওঠায় মরিচের দাম অনেকটায় কমে গেছে।

হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার (ডিসি) সাইদুল আলম রাইজিংবিডিকে বলেন, গত নভেম্বর মাসে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে ২ হাজার ৮৫০ মেট্রিকটন। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১১৯ টাকা।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়