ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ মাসে স্টান্ডার্ড ব্যাংকের আয় বেড়েছে ২৮৩ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১০:০৫, ২৮ জুলাই ২০২১
৬ মাসে স্টান্ডার্ড ব্যাংকের আয় বেড়েছে ২৮৩ শতাংশ

স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২৮৩ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির জানুয়ারি থেকে জুন,২১ পর্যন্ত ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.০৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ০.১৭ টাকা বা ২৮৩ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৩১ টাকা।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৯ টাকা।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়