ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনকর্ডের পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর পঞ্চম প্ল্যান্ট উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৩  
কনকর্ডের পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর পঞ্চম প্ল্যান্ট উদ্বোধন

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনে নতুন আরেকটি প্ল্যান্ট স্থাপন করেছে কনকর্ড। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে নতুন প্ল্যান্ট উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এটি তাদের পঞ্চম প্ল্যান্ট।

বিশ্বে বায়ু দূষণের শীর্ষে ঢাকা। বায়ু দূষণের ফলে ফুসফুসে কানসার, ব্রঙ্কাইটিস, হাঁপানি ও শ্বাসকষ্টের পাশাপাশি হুমকির মুখে পড়েছে মানসিক ও জনস্বাস্থ্য। এ ছাড়া মাটি পুড়িয়ে ইট তৈরির কারণে উজাড় হচ্ছে বন, বিনষ্ট হচ্ছে উর্বরতা সম্পন্ন মাটির উপরিভাগ। বিরূপ প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনে। এমন প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে নতুন প্ল্যান্ট স্থাপনকে স্বাগত জানিয়েছেন প্রকৌশলীরা।

অনুষ্ঠানে বলা হয়, পরিবেশ দূষণ রোধে দেশে ২৫ বছর আগে প্রথম গ্রিন ব্রিক উৎপাদন ও ব্যবহার শুরু করে কনকর্ড।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পোড়া ইটের বিকল্প পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ায় পরিবেশের ক্ষতি এড়িয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে এই পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনের প্ল্যান্ট।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়