ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রামীণফোন-টিভিএস অটো সমঝোতা স্মারক সই

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৫ মে ২০২৪  
গ্রামীণফোন-টিভিএস অটো সমঝোতা স্মারক সই

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ইস্কাটনস্থ শোরুমে গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশ লি. এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর নির্ধারিত শোরুমে গ্রামীণফোন এর ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস গ্রামীণফোন-আলো পাওয়া যাবে।

গত মঙ্গলবার এই চুক্তি সই হয়। টিভিএস অটো বাংলাদেশ লি. এর সিইও বিপ্লব কুমার রায় ও গ্রামীণফোন এর সিবিও মো. আসিফ নাইমুর রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লি. এর বিজনেস হেড অভিজিৎ দে, হেড অব মাকেটিং আশরাফুল হাসান এবং গ্রামীণফোন এর হেড অফ লার্জ একাউন্টস (পরিচালক) এম শাওন আজাদ, প্রোডাক্ট পার্টনারশিপ এবং অপারেশনের প্রধান আরবিদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

/সুমন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়