ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে সাইফ পাওয়ার কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১০ জুন ২০২৪  
সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে সাইফ পাওয়ার কোম্পানি

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের সহযোগী কোম্পানি গৃহায়ন লিমিটেডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৭ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা বিনিয়োগ করবে।

সোমবার (১০ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (৯ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।

গৃহায়ন লিমিটেডের মোট ইক্যুইটির ৬৫ শতাংশের মালিক সাইফ পাওয়ারটেক লিমিটেড। গৃহায়ন লিমিটেড ডিজিটাল ল্যান্ড সার্ভে, মৃত্তিকা পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল মৃত্তিকা পরীক্ষা ল্যাবরেটরি এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং পরিষেবা এবং পরামর্শ, সব ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, ডিজিটাল মৃত্তিকা পরীক্ষা ল্যাবরেটরি এবং ফিল্ড টেস্ট ইনভেস্টিগেটর হিসাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গৃহায়ন লিমিটেডের ব্যবসা সম্প্রাসারণের লক্ষ্যে সাইফ পাওয়ার টেক তাদের ৬৫ শতাংশ মালিকানার বিপরীতে ২৭ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা বিনিয়োগ করবে।

/এনটি/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়