ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

১৫ মিনিটে ডিএসইএক্স ১১৫ পয়েন্ট, সিএসইএক্স ১৩৫ পয়েন্ট উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৩৭, ৭ আগস্ট ২০২৪
১৫ মিনিটে ডিএসইএক্স ১১৫ পয়েন্ট, সিএসইএক্স ১৩৫ পয়েন্ট উত্থান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হলে রাষ্ট্রপতিও তাতে সম্মতি দেন। এই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ১০ থেকে ১৫ জনের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই তালিকাসহ অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এমন পরিস্থিতির মধ্যে দেশের পুঁজিবাজার যেন প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ দিন ধরে চলা মন্দা পরিস্থিতিকে উৎড়িয়ে ডানা মেলেছে পুঁজিবাজার। ফলে চলতি সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনের দ্বিতীয় দিন বুধবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) ব্যাপক উত্থানে লেনদেন শুরু হয়েছে। এর আগের দিন মঙ্গলবারও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর ডিএসইএক্স সূচক ১১৫.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ২২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৫ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ২৭ লাখ টাকা।

এ সময়ে লেনদেন হওয়া ৩৫৪টির কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬০টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, সিএসইর সিএসইএক্স সূচক ১৩৫.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই সূচক ২৪৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৩৮ পয়েন্টে, শরিয়া সূচক সিএসআই ১৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০ পয়েন্টে এবং সিএস৩০ সূচক ১৫৫.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৫১ পয়েন্টে।

আলোচিত সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা।

এ সময়ে লেনদেন হওয়া ৫৭টির কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়