ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনিতা চৌধুরীর শেয়ার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১২ নভেম্বর ২০২৪  
অনিতা চৌধুরীর শেয়ার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী মৃত অনিতা চৌধুরীর নামে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার টেক্সটাইলের শেয়ার তার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার ছেলে-মেয়েদের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৮১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে তার ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি করে শেয়ার পেয়েছেন।

এছাড়া, অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের আরেক কোম্পানি স্কয়ার টেক্সটাইলের ৫৮ লাখ ৪৩ হাজার ৮৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে এর মধ্যে তার ছেলে কোম্পানির বর্তমান তপন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি করে শেয়ার পেয়েছেন।

ঢাকা/এনটি/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়