ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ব্যাংকের লেনদেন বন্ধ পাঁচ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:২০, ৩১ ডিসেম্বর ২০২৪
দুই ব্যাংকের লেনদেন বন্ধ পাঁচ দিন

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন বা হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা ৫ দিন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সব ব্যাংকে লেনদেন বন্ধ রয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানায়, ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে।

এছাড়া, নতুন বছরের শুরুতে পাঁচ দিন ডাচ্‌-বাংলা ব্যাংকের লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামীকাল ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এছাড়া, ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে।

ঢাকা/এনএফ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়