ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবিবার ডিএসই পরিদর্শনে যাবেন ড. আনিসুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ মে ২০২৫  
রবিবার ডিএসই পরিদর্শনে যাবেন ড. আনিসুজ্জামান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামী রবিবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাবেন। এ বিষয়ে গত ১৩ মে ড. আনিসুজ্জামান চৌধুরীর একান্ত সচিব আহম্মদ আলী স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

শনিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সকাল ১০টার দিকে ড. আনিসুজ্জামান চৌধুরীর ডিএসইতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দুটি আলাদা বৈঠক করবেন। প্রথমে তিনি ডিএসইর ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গে বৈঠক করবেন। এর পর ডিএসইর অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয় ঘুরে দেখবেন।

গত ৬ মে ডিএসই পরিদর্শনে যাওয়ার কথা ছিল ড. আনিসুজ্জামান চৌধুরীর। অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছিল।

গত ৭ মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় পরিদর্শন করেন ড. আনিসুজ্জামান চৌধুরী। সেখানে তিনি দেশের শেয়ারবাজারে চলমান সংকট নিরসন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অংশীজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

এর আগে গত ১৬ এপ্রিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী।

বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারের নাজুক পরিস্থিতিতে ড. আনিসুজ্জামান চৌধুরীর ডিএসই পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগে অর্থনীতির কয়েকটি জায়গায় বড় ধরনের উন্নতি হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হ্রাস বন্ধ হয়েছে, রিজার্ভের পরিমাণ ক্রমাগত বাড়ছে, ডলার ও টাকার বিনিময় হার স্থিতিশীল হয়েছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। এর মধ্যে ব্যতিক্রম কেবল পুঁজিবাজার। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কোনো ছোঁয়া লাগেনি এ খাতে। বরং, পুঁজিবাজারে দরপতন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। লেনদেনও নেমেছে তলানিতে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা একাধিকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বিষয়টি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়ে উঠেছে। সরকার এ থেকে উত্তরণের উপায় খুঁজছে। এর অংশ হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়