ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুধু বন্ড নয়, শরীয়াহভিত্তিক মার্কেট পুনর্গঠন করা প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৫১, ২১ জুলাই ২০২৫
শুধু বন্ড নয়, শরীয়াহভিত্তিক মার্কেট পুনর্গঠন করা প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

বক্তব্য প্রদান করছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

শুধু বন্ড মার্কেট নয়, শরীয়াহ ভিত্তিক মার্কেটের সম্পূর্ণ অবকাঠামোটাই পুনর্গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রবিবার (২০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে পুঁজিবাজারে নতুন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের (এসএসি) সদস্য নির্বাচন সংক্রান্ত মনোনয়ন কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, যাদের অধিকাংশই সুদ ভিত্তিক বিনিয়োগ করার পরিবর্তে শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ তথা সুদবিহীন বিনিয়োগে উৎসাহিত। এজন্য শুধু বন্ড মার্কেট নয়, শরীয়াহ ভিত্তিক মার্কেটের সম্পূর্ণ অবকাঠামোটাই পুনর্গঠন করা প্রয়োজন।”

তিনি বলেন, “সেসব বিনিয়োগকারীদের কথা চিন্তা করে শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিতে বিনিয়োগে উৎসাহিত করার নিমিত্তবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) রুলস, ২০২২ প্রণীত হয়েছে। দেশের পুঁজিবাজারের জন্য ইসলামিক শরীয়াহ ভিত্তিক বিভিন্ন ধরণের সিকিউরিটিজে বিনিয়োগের নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করবে।”

তিনি আরো বলেন, ইসলামিক শরীয়াহ ভিত্তিক বিভিন্ন ধরণের সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএসইসির প্রত্যাশা। এজন্যই বিএসইসি শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।

শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের মাধ্যমে আগামীতে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশী বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আরো উৎসাহী হবেন বলে বিএসইসি মনে করে।

সভায় কমিটির সদস্য বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী এবং বিএসইসির অতিরিক্ত পরিচালক ও শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সেক্রেটারিয়েটর আহ্বায়ক শেখ মো. লুৎফুল কবির অংশগ্রহণ করেন।

সভায় শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ সংক্রান্ত বিধি-বিধান, শরীয়াহ অ্যাডভাইজরী কাউন্সিলের গঠন, উহার দায়-দায়িত্ব এবং কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেনশন উপস্থাপিত হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়।

ঢাকা/এনটি/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়