ব্যাংক গ্যারান্টি বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা পাবেন রপ্তানিকারকরা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নিতে পারবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এনবিআর এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স গ্রহণে সক্ষম হয় না। এসব প্রতিষ্ঠানকে সহায়তা দিতেই এ নীতিগত সুবিধা চালু করা হয়েছে।এখন থেকে এসব প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের ওপর নির্ধারিত শুল্ক ও কর পরিশোধের পরিবর্তে একই মূল্যের একটি ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্কমুক্ত সুবিধা গ্রহণ করতে পারবে।
বন্ড লাইসেন্স না থাকা স্বত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকা/নাজমুল/এসবি