ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেমিট্যান্স সাড়ে ১৮ হাজার কোটি টাকা অতিক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৬ নভেম্বর ২০২৫  
রেমিট্যান্স সাড়ে ১৮ হাজার কোটি টাকা অতিক্রম

চলতি নভেম্বর মাসের ১৫ দিনে দেশে বৈধ পথে ১৫২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যা ১৮ হাজার ৫৮০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা) অতিক্রম করেছে। প্রতিদিন গড়ে দেশে আসছে ১০ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ২৩৮ কোটি ৭০ লাখ টাকার প্রবাসী আয়।

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ বছরের নভেম্বরের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

চলতি অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বর মাসে  ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলার, জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

ঢাকা/নাজমুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়