ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীর পাশে দেশবন্ধু গ্রুপ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২ ডিসেম্বর ২০২৫  
আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীর পাশে দেশবন্ধু গ্রুপ

রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশবন্ধু গ্রুপ। 

সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইদ্রিসুর রহমান। 

অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। 

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন, ‘‘কড়াইলের এই অসহায় মানুষগুলো সবকিছু হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। দেশবন্ধু গ্রুপ সবসময়ই জনগণের সংকটে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’’

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার ঘরবাড়ি, সম্পদ ও জীবনযাপনের প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। দেশবন্ধু গ্রুপের এই দ্রুত ও সময়োপযোগী মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়