গ্রাহকের হিসাবে রেমিট্যান্স দ্রুত জমা দিতে নতুন নির্দেশনা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিদেশ থেকে পাঠানো পণ্য ও সেবা খাতের ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকিং সময়ের মধ্যে আসা রেমিট্যান্স একই দিনেই গ্রাহকের হিসাবে জমা দিতে হবে। আর ব্যাংকিং সময়ের বাইরে আসা রেমিট্যান্স জমা দিতে হবে পরের কার্যদিবসে। নতুন এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ব্যাংকগুলোকে পুরোপুরি প্রস্তুত হতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ থেকে টাকা আসামাত্র গ্রাহককে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে জানাতে হবে। একইসঙ্গে ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের হিসাবে টাকা জমা দিতে হবে। যেসব ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টাকা জমা দেওয়া সম্ভব নয়, সেসব ক্ষেত্রেও ঝুঁকিভিত্তিক দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু কাগজপত্র যাচাই বাকি থাকলেও আগে টাকা জমা দেওয়া যাবে। পরে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে বাকি যাচাই সম্পন্ন করা হবে। তবে নতুন গ্রাহক, উচ্চঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা রেমিট্যান্স বা সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে আগে যাচাই করে নেবে। এসব ক্ষেত্রেও সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে টাকা জমা সম্পন্ন করতে হবে।
রেমিট্যান্স দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে দিনের শেষে হিসাবের ওপর নির্ভর না করে দিনের মধ্যেই হিসাব মিলিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ মিনিট পরপর হিসাব মিলিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া রেমিট্যান্স লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাকিং নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রেও এই রেফারেন্স নম্বর ব্যবহার করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, রেমিট্যান্স সংক্রান্ত তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে হবে। এই ব্যবস্থা চালু হলে ফরম ‘সি’ ও ‘ফরম সি (আইসিটি)’ আর লাগবে না।
ঢাকা/নাজমুল/বকুল