ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৩০ জুলাই ২০২১  
সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত

সাউথইস্ট ব্যাংকের ৬৩২তম বোর্ড সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী (অনিরীক্ষিত) অনুমোদিত হয়।  সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। 

সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালক এম. এ. কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান, আকিকুর রহমান, রাইয়ান কবির, বে-লিজিং অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান এবং স্বতন্ত্র পরচিালকদ্বয় ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন।  

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সাউথইস্ট ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪৬৬.২৯ কোটি টাকা যা বিগত বছরে ছিল ৩৪৫.৭৯ কোটি টাকা।  ২০২১ সালের প্রথম ছয় মাসে কর পরবর্তী নিট মুনাফা বিগত বছরের তুলনায় ১০৩.৪১ কোটি বা ৫৫.০২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯১.৩৫ কোটি টাকা অর্জিত হয়।  উক্ত সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৫৬ টাকা যা গত বছরের এই সময়ে ছিল ১.৫৯ টাকা এবং ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ১.৩৪ টাকা উপনীত হয় যা বিগত বছরে ছিল ০.৬৩ টাকা অর্থাৎ শেয়ার প্রতি সমন্বিত আয়ে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়।  

২০২১ সালের প্রথম ছয় মাসে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য দাঁড়ায় ২৭.৯৭ টাকা  এবং শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়ায় ৮.৯৩ টাকায় উপনীত হয়।  উক্ত  সময়ে  ঋণের পরিমান ৩২,০৩৭ কোটি টাকা থেকে ৯৪৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৩২,৯৮১ কোটি টাকায় উপনীত হয় এবং একই সময়ে আমানতের পরিমাণ ৩৫,৯৯০ কোটি টাকা থেকে ৮১৫ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৩৬,৮০৫ কোটি টাকায় উপনীত হয়।  

আরও উল্লেখ্য যে, উক্ত সময়ের মধ্যে অবণ্টিত মুনাফা ১১৯ কোটি টাকা থেকে ২৬৫ কোটি টাকা বা ২২২.৫৩% বৃদ্ধি পেয়ে ৩৮৪ কোটি টাকায় উপনীত হয় যার ফলে শেয়ারহোল্ডারস’ ইকুইটি ৩৪২.৬৪ কোটি টাকা বা প্রায় ১২% বৃদ্ধি পেয়ে ৩,৩০১ কোটি টাকায় উপনীত হয়। বর্তমানে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৮,৩১৮ কোটি টাকায়। 

পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সন্তোষজনক ফলাফলের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এবং ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সভার পরিসমাপ্তি করা হয়। 

সুমন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়