ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফনিক্স ইন্স্যুরেন্সের নতুন সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৫:০৫, ১৪ জুলাই ২০২৫
ফনিক্স ইন্স্যুরেন্সের নতুন সচিব নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্যমতে, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের  সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আকরাম উল্লাহ।

প্রসঙ্গত, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫টি। এর মধ্যে, সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৬.০১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৪.৮৪ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়