‘এ’ ক্যাটাগরিতে উন্নীত আফতাব অটোমোবাইলস
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আফতাব অটোমোবাইলস লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে আফতাব অটোমোবাইলস লিমিটেডকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
আফতাব অটোমোবাইলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৯.৩২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩২.৯৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭.৭৪ শতাংশ শেয়ার আছে।
ঢাকা/এনটি/রফিক