ইউনিয়ন ব্যাংকের লোকসান ২৫ হাজার ৭৯৪ কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে প্রায় ২৪৯ টাকা। এতে ব্যাংকটির ওই বছরে নিট লোকসান হয়েছে ২৫ হাজার ৭৯৪ কোটি ৬ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪৮.৯১ টাকা। ২০২৩ সালে এর পরিমান ছিল ২.৮২ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২৪৬.০৯ টাকা বা ৮৭২৭ শতাংশ।
এমন লোকসানের পরে ব্যাংকটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ২৩৭.৪৪ টাকায়।
ঢাকা/এনটি//