ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১ ডিসেম্বর ২০২৫  
ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল ফান্ড

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ডটির ট্রাস্টি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.১০) টাকা। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯.৫৫ টাকা।

গত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির বাজার মূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯.৫৫ টাকা।

ফান্ডটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৩ ডিসেম্বর।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়