সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। মঙ্গলবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগেও সূচকে সামান্য উত্থান ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২০ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৯টি কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৭৫টির।
এদিন, ডিএসইতে মোট ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৯১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৬৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৮৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.২২ পয়েন্ট বেড়ে ৮৫৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৬.৩০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।
সিএসইতে ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক