ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে এবি ব্যাংকের কৌশলগত পরিকল্পনা সভা

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৮ জানুয়ারি ২০২৬  
চট্টগ্রামে এবি ব্যাংকের কৌশলগত পরিকল্পনা সভা

এবি ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে চট্টগ্রামে ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের গত বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এফসিএ এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল। এছাড়া, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা এতে অংশ নেন।

সভায় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশলগত পরিকল্পনা, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

এ সময় ব্যাংকের সেবা সম্প্রসারণ, আমানত ও ঋণ কার্যক্রম জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়