‘ডিজিএফআইকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই’
কামরুজ্জামান শাহীন || রাইজিংবিডি.কম
ডিজিএফআইয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দরবারে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অতীতে ডিজিএফআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা এই প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। বরং এর সুনাম অক্ষুণ্ণ রেখে একে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’
প্রধানমন্ত্রী আজ বুধবার ঢাকা সেনানিবাসে ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সদর দফতরে ডিজিএফআইয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দরবারে ভাষণ দিচ্ছিলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন ডিজিএফআই গণতান্ত্রিক শাসনব্যবস্থা সমুন্নত এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে এর গৌরব আরো বৃদ্ধি করবে।
রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৪/সনি/কে. শাহীন/কমল কর্মকার
রাইজিংবিডি.কম