ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর আগমন

নব সাজে সজ্জিত ঢাবি ক্যাম্পাস

এবিই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১১ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নব সাজে সজ্জিত ঢাবি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিবেদক
ঢাবি, ১১ নভেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব নির্মিত বিজয় একাত্তর হলের উদ্বোধন করতে আগামী ১৪ নভেম্বর ক্যাম্পাসে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে নতুন সাজে সজ্জিত হচ্ছে ক্যাম্পাস। সারা ক্যাম্পাস জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

ছাত্রলীগ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেয়ালিকা করছে। বিভিন্ন নেতাকর্মীদের নামে শুভেচ্ছা জানিয়ে পোস্টারিং করা হচ্ছে।

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নির্মিত বিজয় একাত্তর হল ছাড়াও কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে নির্মিত বঙ্গবন্ধু টাওয়ার, শিক্ষকদের জন্য নির্মিত অফিসার্স ভবন ও শিক্ষার্থীদের জন্য নির্মিত আবুল খায়ের ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে গত বছর বেগম সুফিয়া কামাল হলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর পদচারণ ঘটে ঢাবি ক্যাম্পাসে।

 

রাইজিংবিডি/ এবিই / ডিএইচ


রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়