সাদ হত্যা : বাকৃবিতে মিছিল-সমাবেশ অব্যাহত
শেখ মহিউদ্দিন || রাইজিংবিডি.কম
সাদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করছে শিক্ষার্থীরা
জেলা প্রতিবেদক
ময়মনসিংহ, ৭ এপ্রিল : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও মিছিল, সমাবেশে ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বাকৃবি শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সাদ ইবনে মমতাজ হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি, বাকৃবির ছাত্রত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুর ১২টার দিকে বিজয় ’৭১ চত্বরে অবস্থান নেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে আজ দুপুর ১টার দিকে ক্যাম্পাসে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মিছিল করেন।
এদিকে আজ দুপুরে মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. ইদ্রিস আলী মিয়া সাধারণ ছাত্রছাত্রীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বাকৃবিতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সাদ ইবনে মমতাজ হত্যার সঙ্গে জড়িতদের আজীবনের জন্য বহিষ্কার, দ্রুত বিচার আইনে মামলা করে সর্বোচ্চ শাস্তি, বিচার নিশ্চিত না করা পর্যন্ত অনুষদের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত, আশরাফুল হক হলের প্রভোস্ট, বাকৃবি প্রোক্টর, ছাত্রবিষয়ক উপদেষ্টার অব্যাহতি, ছাত্রছাত্রী, শিক্ষকসহ সবার নিরাপত্তা নিশ্চিতসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।
রাইজিংবিডি/শেখ মহিউদ্দিন/রিশিত/ক.কর্মকার
রাইজিংবিডি.কম