ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২৪ শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৩ জুলাই ২০২৩  
জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২৪ শিক্ষক নিয়োগ

জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১২৪ জন শিক্ষককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী, একই জেলার বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী, খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার মাটিরাংগা মডেল উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষক, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী, বগুড়ার শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষক ও ৭ কর্মচারী এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শৈলকূপা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৯ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী।

জানা গেছে, প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকদের অ্যাডহক নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ অনুসারে নিয়োগ পেয়েছেন।

আদেশ জারির তারিখ থেকে অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ইয়ামিন/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়