ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে শিক্ষার্থীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ৬ ফেব্রুয়ারি ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
দেশে শিক্ষার্থীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ

কাফি আমান

ঢাকা: দেশে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। এছাড়া বিভিন্ন স্কলারশিপের অধীনে বছরে ৩০০ শিক্ষার্থী বিদেশে পড়াশুনার জন্য মনোনীত হন। তবে বছরে বাংলাদেশের কতজন শিক্ষার্থী বিদেশে পড়াশুনা করতে যান এবং কতজন পড়াশুনা করছে সে হিসেব সরকারের কাছে নেই।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। 

শিক্ষামন্ত্রী সংসদে বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত দুভাবে বিদেশে পড়াশুনা করতে যায়। প্রথমত নিজ খরচে ও নিজ উদ্যোগে এবং দ্বিতীয় স্কলারশিপের মাধ্যমে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনওসি গ্রহণের প্রয়োজনীয়তা নেই। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিজ খরচ এবং উদ্যোগে বিনা বাধায় বিদেশে পড়তে যায়।’

তিনি আরও বলেন, ‘কোনো বৈদেশিক সরকার বৃত্তি প্রদান করে প্রার্থী নির্বাচনের জন্য অনুরোধ জানালে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে বৃত্তির জন্য শিক্ষার্থী মনোনীত করে। আর এ পদ্ধতিতে বিভিন্ন স্কলারশিপের অধীনে শিক্ষা মন্ত্রণালয় বছরে প্রায় ৩০০ শিক্ষার্থীকে মনোনীত করে। তাছাড়া অনেক দেশের দূতাবাস বৃত্তির সরাসরি প্রার্থী নির্বাচন করে।’

বেগম নাসরিন জাহান রতনার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রকল্পগুলোর মাধ্যমে দুই হাজার ৭০৪টি কম্পিউটার সরবরাহ করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত এক হাজার ৪০০টি ল্যাপটপ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।’

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা প্রসারের লক্ষ্যে বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

খন্দকার আব্দুল বাতেনের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ১০০টি উপজেলায় কারিগরি বিদ্যালয় (টিএস) স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে ৮৬টি উপজেলায় কারিগরি বিদ্যালয় স্থাপন করার কার্যক্রম নেয়া হয়েছে। অবশিষ্ট ১৪টি উপজেলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩ শিক্ষাবর্ষে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ২৬ কোটি ১৮ লাখ নয় হাজার ১০৬টি বই বিতরণ করা হয়েছে। আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিন কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন।

একেএম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৯-২০১০ অর্থবছরে সরকার গুরুত্ব বিবেচনা করে দেশের এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশে ডিগ্রি কলেজের সংখ্যা এক হাজার ৬৫২টি।

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়