ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীর ওপর প্রতিশোধ পরায়ন সানি লিওন!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ২০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বামীর ওপর প্রতিশোধ পরায়ন সানি লিওন!

বলিউড সেনসেশন সানি লিওন। ভারতে এখন লকডাউন চলায় শুটিং বন্ধ। অন্যদের মতো তারও বাড়িতেই সময় কাটছে।

এদিকে এই অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল ওয়েবার জানিয়েছেন, লকডাউনের কারণে অলস হয়ে পড়েছেন সানি। সারাদিন ঘুমাচ্ছে। আর তার রান্নার অবস্থাও খুব বাজে। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই তথ্য জানান তিনি।

ভিডিওটি চোখে পড়তেই তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানি। ক্যাপশনে লিখেছেন, ‘হুম, মাত্রই এটি দেখলাম! আগামীকাল আমি দেখাব ড্যানিয়েল ওয়েবার সারাদিন কী করে! প্রতিশোধের অপেক্ষায়!’

লকডাউনের এই সময়ে প্রায়ই মজার মজার ভিডিও পোস্ট করছেন সানি ও তার স্বামী। ভক্তদের বুঝতে বাকি নেই এটিও তেমনি একটি ভিডিও। এছাড়া তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করছেন। এবার সানি কী প্রতিশোধ নেন তা দেখায় অপেক্ষায় ভক্তরা।

দেখুন ভিডিও:

View this post on Instagram

Hmmm...just saw this! Tomorrow I will show you what @dirrty99 is really doing all day! REVENGE!! It’s on!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়