ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন দুই চলচ্চিত্রে শিরিন শিলা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৩০ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন দুই চলচ্চিত্রে শিরিন শিলা

শিরিন শিলা

রাহাত সাইফুল : সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড চলচ্চিত্রের উঠতি নায়িকা শিরিন শিলা। ফিরোজ খান প্রিন্স পরিচালিত দ্য ফাইটার শিরোনামের সিনেমায় শিলার বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ। অন্য দিকে রাজু চৌধুরীর এক মিনিট শিরোনামের সিনেমায় তার বিপরীতে কে থাকছেন তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে শিরিন শিলা রাইজিংবিডিকে বলেন, ‘দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মধ্যে দ্য ফাইটার সিনেমাটি অ্যাকশন ঘরনার সিনেমা। এতে আমার বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ। অন্য সিনেমাটির গল্পটা অনেক চমৎকার। দর্শক সিনেমাটি দেখে আনন্দ পাবে। সব মিলিয়ে দুটি সিনেমাই ভালো হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘দেশের অবস্থা খারাপ থাকার কারণে শুটিংয়ের তারিখ দিলেও তা পিছিয়ে গেছে।’

২০১৪ সালে মুক্তি পায় শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। এ সিনেমায় তিনি পার্শ্ব নায়িকা হিসেবে থাকলেও দর্শকের মন ঠিকই জয় করে নেন তিনি।

এরপরে ক্ষণিকের ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়। এতে তিনি প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন। সম্প্রতি শিরিন শিলা কাজ শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা ও শাহীন সুমন পরিচালিত মিয়া বিবি রাজী সিনেমার কাজ।

এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন নজরুল ইসলাম খান পরিচালিত দুনিয়া কাঁপানো প্রেম সিনেমায়। এ ছবিতে শিরিনের নায়ক বাপ্পি চৌধুরী।


 

 


রাজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়