ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলিশার জেদ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিশার জেদ

আলিশা প্রধান।

রাহাত সাইফুল : যতদিন তার অভিনীত সিনেমা মুক্তি না পাবে, ততদিন কোনোরকম অভিনয়, পরিবার ও পরিবারের বাইরের কোনো অনুষ্ঠানেও অংশ নিবেন না বলে জেদ করেছেন মডেল ও অভিনয়শিল্পী আলিশা প্রধান।

এ প্রসঙ্গে রাইজিংবিডিকে আলিশা প্রধান বলেন, ‘২০১৩ সালে সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার। সে সময় এনটিভির একটি টকশোতে গিয়েছিলাম। সেখানে সবাইকে খোদা হাফেজ জানাই। ওই সাক্ষাতকার দেখে আমাকে ফোন করেন চাষী নজরুল ইসলাম স্যার। তখন তিনি সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন। তারপর স্যারের সঙ্গে দেখা করি।’

তিনি আরো বলেন, ‘আমি স্যারের সঙ্গে কথা বলে দেখি, আমার ভাবনার সঙ্গে চাষী স্যারের দারুণ মিল। সাক্ষাতে আমরা খেলাধুলা নিয়ে কথা বলেছি, গান নিয়ে কথা বলেছি, ফ্যাশন নিয়ে কথা বলেছি, শাড়ি নিয়ে কথা বলেছি। সব বিষয়ে আমার সঙ্গে স্যারের মিল পেয়েছি। মূলত তারপর কাজ শুরু করেছি। কাজের ক্ষেত্রে চাষী স্যার আমাকে অনেক সাহায্য করেছেন।’

তিনি আরো বলেন,‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় কাজ করতে এসেছি। বিভিন্ন কারণেই এতদিনেও আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। চাষী স্যার আজ আমাদের মাঝে নেই। এটা আমাদের জন্য অনেক কষ্টের। আমার ভাগ্যটাই খারাপ! তা না হলে চাষী স্যার কেন চলে যাবেন। তিনি দেখে যেতে

 




রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়