ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বিয়েতে রুপার গহনা পরবেন দীপিকা!

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়েতে রুপার গহনা পরবেন দীপিকা!

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর বিভিন্ন সময় এ ‍জুটির বিয়ের গুঞ্জন শোনা গেছে। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই থেকে গেছে।

এদিকে চলতি বছরের শুরু থেকে আবারো এ জুটির বিয়ের গুঞ্জন শুরু হয়। এমনকি দীপিকার জন্মদিনে তাদের বাগদানও হয়েছে বলে শোনা যায়। এ বছর নভেম্বরে রণবীর-দীপিকা সাত পাকে বাঁধা পড়ছেন বলে ভারতীয় মিডিয়াগুলোতে খবর প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ের যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন রণবীর-দীপিকা। ইতোমধ্যে শুরু হয়েছে বিয়ের কেনাকাটা। আর এ তালিকায় প্রথমেই রয়েছে গহণা। বিয়েতে সোনা কিংবা প্লাটিনাম নয়, রুপার গহনা পরবেন দীপিকা।

গুঞ্জন অনুযায়ী, বিয়ের আয়োজনে বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথেই হাঁটছেন রণবীর-দীপিকা। এ জুটিও ইতালিতে বিয়ের পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে অতিথিদের আমন্ত্রণ জানানোর পর্ব শুরু হয়েছে। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এ জন্য নাকি অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়