Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

পরিবারসহ কোয়ারেন্টাইনে নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিবারসহ কোয়ারেন্টাইনে নওয়াজউদ্দিন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মুজাফফরনগরের বুধানায় নিজ গ্রামে যান নওয়াজ। এই অভিনেতার সঙ্গে তার মা,ভাই,ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। ব্যক্তিগত গাড়িতে সেখানে যান তারা। এরপর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

জানা গেছে, ইতোমধ্যে এই অভিনেতাসহ পরিবারের সদস্যদের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। তবে সবার ফলাফল নেগেটিভ এসেছে। তবুও তাদের ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত পরবর্তী সিনেমা ‘ঘুমকেতু’। এতে আরো অভিনয় করছেন অনুরাগ কাশ্যপ, ইলা অরুণ, রাঘুবীর যাদব, স্বনান্দ কিরকিরে, রাগিনি খান্না প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর সিং ও সোনাক্ষী সিনহাকে। প্রেক্ষাগৃহের পরিবর্তে আগামী ২২ মে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ সিনেমাটি মুক্তি পাবে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়