ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আসিফের জন্য লিখলেন কবীর সুমন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আসিফের জন্য লিখলেন কবীর সুমন

‘কে তোমার আম্মা কে তোমার বাবা/ কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা/ কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে/ তিন বছরের সেই সিরিয়ার ছেলে’—এমন কথার গানটি লিখেছেন পশ্চিমবঙ্গের গুণী সংগীতশিল্পী কবীর সুমন।

মজার বিষয় হলো, গানটিতে কণ্ঠ দেবেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে গানটি সুর করে পাঠিয়েছেন কবীর সুমন।

আসিফ আকবর বলেন—আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। শ্রদ্ধেয় কবীর সুমন সেরকম একটি অনুভূতির গান লিখেছেন। সিরিয়ার সেই শিশুটি বলেছিল—আল্লাহর কাছে বিচার দেব। আর তাকে নিয়েই লেখা হয়েছে গানটি।

গানটি নিয়ে উচ্ছ্বসিত আসিফ বলেন—আবেগপূর্ণ গানটি সুর করে পাঠিয়েছেন গানওয়ালা। আরো আনন্দের ব্যাপার আমার ওস্তাদ সংগীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই প্রথমবারের রাজী হয়েছেন গানটির সংগীত করার জন্য। একটি ভালো গানের অংশীদার হতে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।

আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগির প্রকাশিত হবে গানটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়