RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২২, ২৮ সেপ্টেম্বর ২০২০
সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি

ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন তিনি। এ অভিযোগ শুধু মৌখিক ছিল না, বরং গত ২২ সেপ্টেম্বর দক্ষিণ গোয়ার কানাকোনা থানায় স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এই অভিনেত্রী।

এরপর পুনম পাণ্ডে বলেছিলেন, ‘আমি তার কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি না। আমি মনে করি না এমন ব্যক্তির কাছে ফিরে আসা স্মার্ট ধারণা।’ তারপর ধারণা করা হয়, সত্যি সত্যি এ সংসার ভেঙে যাচ্ছে পুনম পাণ্ডের। এ ঘটনার সপ্তাহ না পেরুতেই সমস্ত অভিযোগ ভুলে আবারো স্বামীর কাছে ফিরলেন পুনম পাণ্ডে। এ নিয়ে কেউ কেউ বলছেন—‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি।’

টাইমস অব ইন্ডিয়াকে পুনম বলেন—‘নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমরা আবার এক হয়ে গেলাম। আসলে আমরা পরস্পরকে পাগলের মতো ভালোবাসি। আর সত্যি বলতে পারেন কোন বিয়েতে চড়াই-উতরাই থাকে না?’

পুনম পুলিশের কাছে অভিযোগ করেছিলেন—‘ব্যক্তিগত একটি বিষয়ে ঝগড়া হলে স্যাম তাকে মারধর করেছেন, গালিগালাজ করেছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধি ৩২৩, ৫০৪, ৩৫৪ এবং ৫০৬ (২) ধারায় এফআইআর দায়ের হয়। এই ঘটনায় স্যাম বোম্বেকে গ্রেপ্তার করে পুলিশ।’

আপতত গোয়াতেই রয়েছেন স্যাম-পুনম। হানিমুন শেষ করে খুব শিগগির মুম্বাইতে ফিরবেন তারা। ফের হাতে হাত রেখে মুম্বাই এয়ারপোর্টে নামবেন বলেও জানিয়েছেন পুনম।

করোনা মহামারির মধ্যেই গত জুলাই দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বের সঙ্গে বাগদান সারেন তিনি। এরপর গত ১০ সেপ্টেম্বর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এই জুটি। লেহেঙ্গা পরে কনে সাজে স্যামের সঙ্গে ছবি পোস্ট করে পুনম লিখেছেন, ‘সাত জনম তোমার সঙ্গে কাটানোর অপেক্ষায়।’ অন্যদিকে মেহেদি অনুষ্ঠানে তাদের ছবি পোস্ট করে স্যাম লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস বম্বে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। ‘নাশা’, ‘ট্রিপ টু ভানগড়’, ‘আ গায়া হিরো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়