RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

সঞ্জয়ের জন্য চিত্রনাট্যে পরিবর্তন!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫৫, ২৪ অক্টোবর ২০২০
সঞ্জয়ের জন্য চিত্রনাট্যে পরিবর্তন!

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কিছুদিন আগে তার ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। তবে এখন ক্যানসারমুক্ত জনপ্রিয় এই অভিনেতা।

এদিকে ক্যানসারকে পরাজিত করে আবারো শুটিং সেটে ফেরার পরিকল্পনা করছেন সঞ্জয় দত্ত। ‘কেজিএফ: চ্যাপটার টু’ ও ‘পৃথ্বীরাজ’ সিনেমার শুটিং করবেন তিনি। তবে এই অভিনেতার শারীরিক অবস্থা বিবেচনা করে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন করেছেন নির্মাতারা।

খুব শিগগির ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করবেন সঞ্জয়। এতে অভিনেতা যশের সঙ্গে দেখা যাবে তাকে। কিন্তু এই সিনেমার অ্যাকশন দৃশ্যে কিছুটা পরিবর্তন করেছেন যশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে জনাব দত্তের শারীরিক অবস্থা ও স্বস্তিটাই সবার আগে। তার সুস্থ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এখন তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা কাজ করব।’

‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়। তার চরিত্রের নাম আধীরা।

এছাড়া অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ সিনেমায় দেখা যাবে সঞ্জয়কে। সিনেমাটিতে ঘোড়া ও তলোয়ার নিয়ে যুদ্ধের দৃশ্য রয়েছে। কিন্তু সঞ্জয়ের শারীরিক অবস্থার বিবেচনা করে আপাতত এই দৃশ্যের শুটিং বন্ধ রাখা হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়