ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পেছালো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৪৭, ২৯ অক্টোবর ২০২০
পেছালো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পেছানো হলো ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনা মহামারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবারো নভেম্বরে এই চলচ্চিত্র উৎসব আয়োজনের কথা ছিল। কিন্তু এখন তা আগামী ৮-১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে লিখেছেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশীদার ও সিনেমা প্রেমীদের জানাচ্ছি, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, বিশ্বের সকল সিনেমা সম্প্রদায়ের সম্মতিক্রমে আমাদের উৎসবের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৮-১৫ জানুয়ারি এটি অনুষ্ঠিত হবে। চলুন প্রস্তুতি শুরু করি।’

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়। ভারতীয় বাংলা সিনেমার তারকাদের পাশাপাশি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, অভিনেত্রী জয়া বচ্চন, বলিউড কিংখ্যাত শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনসহ অনেকেই এই উৎসবে হাজির হন।

গত বছর এই উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত উৎসবে যোগ দিতে পারেননি তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়