RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

আজ কাজলের বিয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৩০, ৩০ অক্টোবর ২০২০
আজ কাজলের বিয়ে

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। শুক্রবার (৩০ অক্টোবর) প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন এই অভিনেত্রী।

করোনা মহামারির কারণে ছোট পরিসরে কাজলের বিয়ের আয়োজন করা হয়েছে। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার এই অভিনেত্রীর মেহেদি ও হলুদ অনুষ্ঠান হয়। আজ বিয়ের পাশাপাশি সংগীত সন্ধ্যারও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুষ্ঠানের কিছু ছবিও ভাইরাল হয়েছে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকলেও এতদিন তা গোপন রেখেছিলেন কাজল। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী। বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

কাজলের বর গৌতম কিচলু ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা। তার প্রতিষ্ঠানের নাম ‘ডিসসার্ন লিভিং’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়