RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

নিয়ম ভেঙেছেন আমির?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৩১ অক্টোবর ২০২০  
নিয়ম ভেঙেছেন আমির?

জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। বর্তমানে তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং করছেন। অভিযোগ উঠেছে, এই সিনেমার শুটিং করতে গিয়ে নিয়ম ভেঙেছেন আমির।

বর্তমানে ভারতের উত্তর প্রদেশে শুটিং করছেন ‘দঙ্গল’ সিনেমাখ্যাত এই অভিনেতা। কিন্তু স্থানীয় বিজেপি সাংসদ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, আমিরকে দেখার জন্য ভক্তরা ভিড় করছেন। অনেক ভক্ত মাস্ক ছাড়াই এই অভিনেতার সঙ্গে সেলফি তুলছেন। এমনকি আমিরও মাস্ক ব্যবহার করছেন না। এতে করোনা মহামারির নিয়ম লঙ্ঘন হচ্ছে।

ইতোমধ্যে আমিরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নন্দ কিশোর গুরজার। এই অভিনেতার বিরুদ্ধে এপিডেমিক আইনে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তিনি।

জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এটি প্রযোজনা করছে ভায়াকম ও আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। কিছুদিন আগে এর শুটিং শুরু হয়েছে। সিনেমাটির শুটিং করতে গিয়ে সম্প্রতি চোট পেয়েছেন আমির। কিন্তু নির্দিষ্ট সময়ে সিনেমা শেষ করতে চাইছেন তিনি। এজন্য চোট নিয়েই শুটিং করেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়