ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অশ্লীল ভিডিও ধারণ মামলায় পুনমের জামিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৫, ৬ নভেম্বর ২০২০
অশ্লীল ভিডিও ধারণ মামলায় পুনমের জামিন

অশ্লীল ভিডিও ধারণা মামলায় জামিন পেয়েছেন বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও তার স্বামী স্যাম বোম্বে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০ হাজার রুপি বন্ডের বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ইন্ডিয়া ডটকম এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্ট থেকে পুনম ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুনমের বিরুদ্ধে অভিযোগ, সরকারি সম্পত্তি গোয়ার চাপোলি ধামে অশ্লীল ভিডিও ধারণ করেছেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভিডিওটির টিজার প্রকাশ করেছিলেন পুনম। পরবর্তী সময়ে তা ভাইরাল হয়। এরপর এটি নিয়ে অনেকেই আপত্তি করেন। গোয়ার কঙ্কনা থানায় স্থানীয় ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ও দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টির পক্ষ থেকে মামলা দায়ের হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ২৯৪ এবং ৪৪৭ ধারায় মামলা হয়েছে।

এদিকে এই ঘটনায় কঙ্কনা পিআই তুকারাম চাবনসহ সাতজনকে বরখাস্ত করেছে গোয়া ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট।

জামিন পেলেও পুনম ও তার স্বামী এখনই গোয়া ছাড়াতে পারবেন না। আাগমী ছয় দিন তাদের থানায় গিয়ে হাজিরা দিতে হবে বলে জানা গেছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়