RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

ছোট্ট ডিম্পলের হার্টের অস্ত্রোপচার করালেন মহেশ বাবু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:২৭, ১ ডিসেম্বর ২০২০
ছোট্ট ডিম্পলের হার্টের অস্ত্রোপচার করালেন মহেশ বাবু

‘প্রিন্স অব টলিউড’ হিসেবে পরিচিত অভিনেতা মহেশ বাবু। তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা তিনি।

অভিনয়ের পাশাপাশি নানা জনহিতৈষী কাজ করেন এই অভিনেতা। এবার ছোট্ট একটি শিশুর হার্টের অস্ত্রোপচারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

ডিম্পল নামের শিশুটির হার্টের ভালভে সমস্যা দেখা দিলে বেশ বিপাকে পড়ে তার পরিবার। এই সময় তাদের সাহায্যে এগিয়ে আসেন মহেশ বাবু। অস্ত্রোপচারের জন্য আর্থিক সহযোগিতা করেন ‘ভারত আনে নেনু’ সিনেমাখ্যাত এই অভিনেতা।

তবে হার্টের সমস্যায় থাকা শিশুদের দিকে মহেশের সাহায্যের হাত বাড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ‘হিলিং লিটল হার্ট’ নামের একটি সংস্থার সঙ্গে মিলে এক হাজারের বেশি শিশুর হার্টের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহযোগিতা করেছেন তিনি।

এ প্রসঙ্গে মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর লিখেছেন, ‘অন্ধ্র হাসপাতালে আরো একজন সুস্থ হলো! ছোট্ট মেয়ে ডিম্পল হৃদপিণ্ডের ভালভের সমস্যায় ভুগছিলেন। এখন সে আগের চেয়ে ভালো আছে।’

এছাড়া এর আগে ২০১৬ সালে অন্ধ্র প্রদেশে বুড়িপালেম ও  তেলেঙ্গানা রাজ্যে সিধাপুরাম নামে দুটি গ্রাম দত্তক নেন মহেশ বাবু। পরবর্তী সময়ে এই দুই গ্রামের নানা উন্নয়ন করেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়